দ্য ওয়াল ব্যুরো: বিপর্যয় বাড়ছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh)। মেঘভাঙা বৃষ্টি (CloudBurst), ধস ও হড়পা বানে (Flash Flood) ইতিমধ্যে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১, নিখোঁজ ২২ জন। সোমবার রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC)-এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মাণ্ডি জেলায়। এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজের খবর মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ ছিল হড়পা বান মেঘ ভাঙা বৃষ্টি। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের জেরে রাজ্যজুড়ে আহত হয়েছেন ১০৩ জন।
#REL