দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার (TMCP's expelled leader, Rajnya Halder) কি বিজেপির দিকে ঝুঁকছেন? সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন ঘোরাফেরা করছে সর্বত্র। সেই জল্পনায় যেন ঘি ঢাললেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। শুক্রবার হঠাৎই রাজন্যাকে ফোন করেন তিনি। ফোনালাপ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।