দ্য ওয়াল ব্যুরো: গাজার যুদ্ধক্ষেত্রে (Gaza) ফের সাংবাদিক হত্যার (Journalist Killed) কালো ছায়া। ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার (Al Jazeera) পাঁচ সাংবাদিক। শনিবার (১০ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের একটি তাঁবুতে এই হামলা চালায় ইজরায়েল বাহিনী (Israel)।