দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুসকে নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশের একাংশ। ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। আঁচ বাংলাদেশ পেরিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও। যার ফল দেখা গেল শুক্রবার। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ইউনুস বক্তৃতা দেওয়ার সময় বাইরে বিক্ষোভ দেখালেন কয়েকজন। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে।