দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার থেকে আগুনের গোলার মতো জবাব পেয়ে ভিতরে ভিতরে গরমে জ্বললেও বাইরের প্রকৃতির বহ্নিজ্বালায় দগ্ধ হচ্ছে পাকিস্তান। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার পরেই সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তে নির্জলা দশা পাক চাষাবাদের। গ্রীষ্মের সেই দহনজ্বালা থেকে মুক্তি পেতে অবশেষে ভারতের কাছে সিন্ধু জলচুক্তি অনুযায়ী সাহায্য প্রার্থনা করল ইসলামাবাদের সরকার।