দ্য ওয়াল ব্যুরো: সোদপুরের তরুণী নিগ্রহের ঘটনায় (Sodepur Case) পলাতক হাওড়ার ডোমজুরের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan) এবং তার ছেলে আরিয়ান। তাদের বিরুদ্ধে পর্ন ভিডিও (Porn Video) বানানো থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে একাধিক মহিলাদের দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে তালিকা এখানেই শেষ নয়। শ্বেতার বিরুদ্ধে এবার বড় অভিযোগ করলেন তারই প্রাক্তন স্বামী।