দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য তাসখেন্ত ফাইলস’-এর পর আবারও ইতিহাসের এক অধ্যায় উন্মোচন। যাঁর হাত ধরে তা ফিরছে, তিনি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’ (প্রথমে যার নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’) ইতিমধ্যেই শিরোনামে। মুক্তি পেয়েছে এই ছবির টিজার, আর তার পর থেকে সোশ্যাল মিডিয়াজুড়ে মিশ্র প্রতিক্রিয়া।