দ্য ওয়াল ব্যুরো: কল্যাণের এক কোণে, ভাড়াবাড়ির দু'টি ছোট্ট ঘর, ফুটপাথের ধারে ফুচকার দোকান থেকে সামান্য আয় আর তা দিয়ে কোনওমতে চলা সংসার, এই ছিল হর্ষ গুপ্তর জগৎ। কিন্তু এই ছাপোসা জীবন ছেড়ে তিনি পৌঁছে গেলেন ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি রুরকিতে। তাঁর অদম্য জেদ আর অধ্যবসায় আজ অনেকের কাছে দৃষ্টান্ত।