দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই একদিকে যখন কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সভা কর্মসূচি হচ্ছে, সেই একই সময়ে বিজেপির যুব মোর্চার ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে উত্তাল শিলিগুড়ি। এদিন সকালেই শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরকন্যা অভিযান করছেন। আর এই কর্মসূচি থেকেই উত্তরকন্যাকে 'পবিত্র' করার ডাক দিলেন শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীরা।