দ্য ওয়াল ব্যুরো: নিজের ঢাক নিজে কীভাবে পেটাতে হয় তা খুব ভাল করে জানেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাই ভারত-পাকিস্তান থেকে শুরু করে ইজরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টার জন্য বারংবার নিজেকে 'বাহবা' দিচ্ছেন তিনি। এবার সরাসরি নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) চেয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট! নরওয়ের (Norway) এক মন্ত্রীর কাছে সেই পুরস্কারের আর্জি জানিয়েছেন তিনি।