দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ভাইজান’ সলমন খান আবারও প্রমাণ করলেন, অভিনয়ের জন্য কতটা নিবেদিত তাঁর প্রাণ। আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য নিজের শরীর আর জীবনধারা পুরোপুরি পালটে ফেলেছেন ৫৯ বছর বয়সী এই সুপারস্টার। ছবির পটভূমি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত — ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে হওয়া ঐতিহাসিক সংঘর্ষ।