দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (WB STF) বীরভূমে (Birbhum) বড়সড় জাল নথি তৈরির চক্র ভেঙে দিয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে দু’জনকে গ্রেফতার (Arrest) করেছে এসটিএফ। ধৃত দুই যুবকের নাম শেখ মিরাজ হোসেন (২১) ও আবদুল কুদ্দুস ওরফে মুন্না (৩০)। দু’জনেই বীরভূম জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এসটিএফ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্যভিত্তিক (Inter-state Syndicate) জাল নথি তৈরির সুসংগঠিত চক্রের সঙ্গে যুক্ত। মূলত প্রতারণার উদ্দেশে ভুয়ো আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করত এই চক্র।
#REL