দ্য ওয়াল ব্যুরো: ম্যাচটা ভারতের হাতেই ছিল। স্কোরবোর্ড তখন ২৯৪/৪। হাতে আরও সাত ওভার। মনে হচ্ছিল ৩৫০ ছুঁয়ে ফেলবে দল। কিন্তু সেখান থেকেই একের পর এক উইকেট পড়ল আর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ। শেষ ছ’উইকেট গেল মাত্র ৩৬ রানে! আর সেই বিপর্যয়েই ৩৩১ রানের পাহাড়ও টপকে গেল অস্ট্রেলিয়া (Australia)। তৈরি হল মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড।