দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৬ সালের ঐতিহাসিক তারকাখচিত জলসা ছিল 'হোপ ৮৬'। বম্বে-কলকাতার প্রথম সারির মেগাস্টার শিল্পীরা অংশগ্রহণ করেন এই জলসায়। কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল এই সাড়া জাগানো অনুষ্ঠান। সম্প্রতি সামাজিক মাধ্যমে সামনে এল 'হোপ ৮৬' জলসার অদেখা ছবি। স্বপ্নসুন্দরী রেখা আর লক্ষ্মীশ্রী তনুশ্রী শঙ্কর পাশাপাশি বসে একান্তে গল্প করছেন। সবথেকে বড় ব্যাপার, দুই শিল্পীই ঘোমটা দিয়ে আভিজাত্যে অটুট। যা বিরল এখনকার যে কোনও অনুষ্ঠানে।