দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অপছন্দ থাকে (Zodiac sign dislikes)। অনেক সময় তা যুক্তির ঊর্ধ্বে, গভীরতর অনুভবের ওপর নির্ভরশীল। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, একেকটি রাশি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি, তাদের অপছন্দগুলিরও ইঙ্গিত দেয়। সম্প্রতি এই বিষয়ে এক বিশদ বিশ্লেষণ সামনে এসেছে। এই প্রতিবেদন আপনার রাশি অনুযায়ী (Horoscope) এমন কিছু অপছন্দের দিক সামনে তুলে ধরবে, যা হয়তো আপনি নিজেই এতদিন উপলব্ধি করেননি।