দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। নেশা ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত মাদুরোর বিরুদ্ধে নতুন করে চাপ বাড়াতে এবার ২৫ মিলিয়ন ডলার থেকে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪০০ কোটিরও বেশি) ঘোষণা করেছে ওয়াশিংটন।