দ্য ওয়াল ব্যুরো: সংখ্যা জ্যোতিষের জগতে ১১, ২২ ও ৩৩ সংখ্যাগুলিকে বলা হয় ‘মাস্টার সংখ্যা’। এরা শুধু সাধারণ সংখ্যার যোগফল নয়, বরং আধ্যাত্মিক বার্তা ও জীবনের গভীর উদ্দেশ্য বহন করে। বিশেষজ্ঞদের মতে, জন্মতারিখ বা নামের অঙ্কে এই সংখ্যাগুলি থাকলে তা ব্যক্তির ভাগ্য, সম্ভাবনা এবং আধ্যাত্মিক যাত্রাকে অনন্যভাবে প্রভাবিত করে।
প্রাচীন সভ্যতা থেকেই সংখ্যাতত্ত্ব মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। পিথাগোরাস বলেছিলেন, “সংখ্যাই মহাবিশ্বের ভাষা।” সেই বিশ্বাস থেকেই ধারণা করা হয়, প্রতিটি সংখ্যার নিজস্ব কম্পনশক্তি আছে। আর মাস্টার সংখ্যাগুলি সেই শক্তিকে বহুগুণে বৃদ্ধি করে।
#REL