দ্য ওয়াল ব্যুরো: আপনি কি সম্প্রতি বারবার একই সংখ্যা চোখে পড়ছে মনে করছেন? হয়তো ঘড়ির সময়, গাড়ির নম্বর প্লেট বা দোকানের বিলের ওপর একরকম সংখ্যা বারবার দেখছেন। এই ঘটনা শুধু কাকতালীয় নয়, এর পেছনে থাকতে পারে গভীর অর্থ, যা অনেকের জীবনে প্রভাব ফেলছে। তাই অনেকেই জানতে চাইছেন—এই পুনরাবৃত্ত সংখ্যাগুলো কি শুধুই মনের খেলা, নাকি মহাজাগতিক কোনও বার্তা?