দ্য ওয়াল ব্যুরো: দেশের একাধিক রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬ মে অর্থাৎ আজ থেকে ২৩ মে-র মধ্যে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।