দ্য ওয়াল ব্যুরো: দর্শকের প্রতীক্ষার অবসান! করণ জোহার পরিচালিত ‘দোস্তানা ২’ নতুন লিড অভিনেতা নিয়ে ফের আলোচনার কেন্দ্রে এসেছে। ২০০৮ সালের সফল ‘দোস্তানা’ ছবির সিক্যুয়েলটি নানা জটিলতার মধ্যে পড়ে যায়, বিশেষ করে ধর্ম প্রোডাকশনস এবং কার্তিক আরিয়ান মধ্যে তিক্ততা প্রকাশ পাওয়ার পর। এবার খবর, এই সিনেমার নতুন মুখ হচ্ছেন বিক্রান্ত মাসে।