দ্য ওয়াল ব্যুরো: তিন মাসের তদন্তের পর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে ইউটিউবার (Youtube) জ্যোতি মলহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে ২ হাজার ৫০০ পাতার চার্জশিট (2,500 Page Chargesheet) জমা দিল হরিয়ানার হিসার পুলিশ (Haryana Police)। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চরবৃত্তির যথেষ্ট প্রমাণ মিলেছে।