দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত হাসি ফিরল নবি মুম্বইয়ে (Navi Mumbai)। বৃষ্টি সরে গিয়ে আকাশ পরিষ্কার, মাঠ প্রস্তুত। মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025 Final) ফাইনাল অবশেষে শুরু হচ্ছে সময়মতোই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team)। ফলে ব্যাট হাতে নামছে ভারতীয় মহিলা দল (India Women’s Team)।