দ্য ওয়াল ব্যুরো: আমাদের জীবনের বর্তমান সমস্যাগুলোর পেছনে কি লুকিয়ে আছে অতীতের কর্মফল? অনেকের বিশ্বাস, পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ বা ভুল সিদ্ধান্তই 'কর্মঋণ' হিসেবে বর্তমান জীবনে প্রভাব ফেলে চলেছে। এই অদৃশ্য ভার থেকে মুক্তি পেতে ও একটি সুখী ভবিষ্যৎ গড়তে, আজকাল অনেকে নিজেদের কর্মঋণ সংখ্যা খুঁজে বের করতে আগ্রহী হচ্ছেন। সংখ্যাতত্ত্বে (Numerology) প্রধানত ১৩, ১৪, ১৬ এবং ১৯-কে কর্মঋণ সংখ্যা হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিটি সংখ্যার নিজস্ব বার্তা, চ্যালেঞ্জ ও শেখার সুযোগ রয়েছে। এগুলি কোনো শাস্তি নয়; বরং আত্ম-উন্নতি ও আধ্যাত্মিক বিকাশের পথ।