দ্য ওয়াল ব্যুরো: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার জ্যোতি মালহোত্রার মধ্যে অনুশোচনার ছাপ দেখা যাচ্ছে না। তদন্তকারী অফিসারদের দাবি, পাকিস্তানের কাছে দেশের গুরুত্বপূর্ণ সামরিক-অসামরিক তথ্য পাচার তিনি করেছেন কি না তা বলছেন না। এমনকী ইউটিউবার, ভ্লগার জ্যোতির মধ্যে ভুল করার মতো অনুতাপও নেই।