দ্য ওয়াল ব্যুরো:পহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভূস্বর্গের ওই ঘটনার পরই ভারতীয় ক্রিকেটররা তীব্র সমালোচনা করেছিলেন। স
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে (India Champions vs Pakistan Champions) খেলব না।
পহেলগামে জঙ্গি হামলার পর স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। নিজের অবস্থানে অনড় থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL 2025) মঞ্চে না নামার সিদ্ধান্ত নেন ভারতের প্রাক্তন ওপেনার। আয়োজকদের চিঠিও পাঠিয়ে দেন। তারপর একে একে হরভজন থেকে যুবরাজ সিং—সকলে ধাওয়ানের পাশে দাঁড়িয়ে খেলতে অস্বীকার করেন। বাধ্য হয়ে ম্যাচ বাতিল ঘোষিত হয়। দু’পয়েন্ট পায় পাকিস্তান চ্যাম্পিয়নস।
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। ফের বিতর্ক। ফের উত্তাল ক্রিকেট দুনিয়া।
যদিও এবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়, আলোচনার কেন্দ্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL)। সোজা কথায়: বেসরকারি টি২০ প্রতিযোগিতা, যেখানে নামজাদা প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই অংশ নিয়ে থাকেন।
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ‘না’ বললেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর সেই সুরেই সুর মেলালেন হরভজন (Harbhajan Singh) থেকে যুবরাজ সিং (Yuvraaj Singh)। যার জেরে বাতিল হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (World Championship of Legends) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। নেপথ্যে পহেলগামে (Pahelgam) পাকিস্তানি জঙ্গিদের নাশকতা (Pakistani Terrorist Attack) ও সীমান্ত সংঘর্ষ (Ceasefire)। কোনও রকম রাখঢাক না করেই ধাওয়ান জানিয়ে দেন, তিনি আগের অবস্থানে অনড়। এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘১১ মে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তাতে অটল। আমার দেশই আমার সব কিছু। দেশের থেকেও বড় কিছু হয় ন
দ্য ওয়াল ব্যুরো:চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ প্রথমে হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আইসিসি সিদ্ধান্ত নেয় হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। সেই জন্য ভারতের ম্যাচ নিয়ে যাওয়া হয় আমিরশাহিতে। ভারত অবশ্য বহুদিন ধরেই পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলেনি। পাশাপাশ চ্যাম্পিয়নস সিদ্ধান্ত নে
দ্য ওয়াল ব্যুরো: টেনিসে লড়াই শেষের পর প্রতিযোগীরা নিজেদের মধ্যে করমর্দন করেন। তারপর তারপর রেফারির সঙ্গে হ্যান্ডশেক। সবশেষে দর্শকদের অভিবাদন জানিয়ে কিটব্যাগ গুছিয়ে কোর্ট থেকে বিদায়। এটাই টেনিসের পরিচিত ছবি, পরিচিত সংস্কৃতি।
দ্য ওয়াল ব্যুরো: ভারত মোটেও পাকিস্তানকে (Pakistan) একঘরে রাখতে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে নাম তুলে নিচ্ছে না। সাফ জানালেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।
দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) যখন শুরু হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে, তখনই আইপিএল (IPL 2025) স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। আঘাত-প্রত্যাঘাতের সেই মুহূর্তে আতঙ্ক তাড়া করেছিল মঈন আলিকে (Moeen Ali)। ইংল্যান্ডের অলরাউন্ডার জানিয়েছেন, অপারেশন সিঁদুর চলাকালীন তাঁর বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন। শুধু তাই নয়। তাঁদের খুব কাছেই চলছিল গোলাগুলি, আছড়ে পড়েছিল মিসাইল।
দ্য ওয়াল ব্যুরো: এবার ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আঁচ পড়ল এশিয়া কাপেও (Asia Cup)। সূত্রের খবর, চলতি বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তা শুরু করেছে ভারত। বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিক কারণ হিসেবে জানিয়েছেন—যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) মাথায় রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী, তাই তাদের আয়োজিত কোনও টুর্নামেন্টেই খেলতে নামবে না ভারতীয় দল। সীমান্ত সংঘর্ষ ও পহেলগামে জঙ্গি নাশকতার পর পাকিস্