দ্য ওয়াল ব্যুরো: একদিকে দুরন্ত ইনিংস, অন্যদিকে শাস্তির খাঁড়া, দিনের শেষে দলের পরাজয়! একই ম্যাচে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হলেন পাকিস্তানের (Pakistan) ব্যাটার সিদরা আমিন (Sidra Amin)। রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারতের (India) বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে ৮১ রানের লড়াকু ইনিংস খেলেও রাগের বশে নিয়মভঙ্গের অভিযোগে বিদ্ধ হলেন। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাঁকে ‘তিরস্কার’ (reprimand) ও এক ডিমেরিট পয়েন্টের শাস্তি বেঁধে দিয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: একদিন, দু’দিন নয়। পাক্কা চারদিন ধরে চর্চায় ছিল ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। ধুয়ো তুলেছিল এশিয়া কাপ (Asia Cup 2025)। তিনবার পাক ব্রিগেডকে (Pakistan) কুপোকাত করেন সূর্যকুমাররা। আর মাঠের বাইরে ফিরিয়ে নেন মুখ, হাত-ও! লড়াইয়ের শুরু থেকে শেষ—টিম ইন্ডিয়ার (Team India) কোনও খেলোয়াড় সলমন আঘাদের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করেননি।
দ্য ওয়াল ব্যুরো:ভারত যে রবিবাসরীয় কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচে জিতবে, সেটা সহজেই অনুমেয় ছিল। শুধু দেখার ছিল পড়শি দেশের মেয়েরা কতটা লড়াই দিতে পারে। ছেলেরা তবুও লড়াই করে হেরেছিল। আর মেয়েরা করল অসহায় আত্মসমর্পণ। বিশেষত ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান হেরে গেল ৮৮ রানে। সে
দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) মানেই টানটান উত্তেজনা। কিন্তু রবিবার মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ঘটল এমন ঘটনা যাকে একই সঙ্গে ‘বিরল’, ‘হাস্যকর’ অথচ ‘অস্বস্তিকর’ বলা যেতে পারে! আর কিছু না, বেয়াড়া পোকার ‘আক্রমণে’ বন্ধ হয়ে গেল খেলা! পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana) নিজেই নামলেন ‘পেস্ট কন্ট্রোলারে’র ভূমিকায়, হাতে স্প্রে! কিন্তু শেষ পর্যন্ত তা কাজে এল না, প্রায় ১৫ মিনিট বন্ধ রাখতে হল ম্যাচ।
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম পাকিস্তান মানেই টানটান নাটক! সে মাঠে হোক বা মাঠের বাইরে—উত্তেজনা একচুল কমে না। এবার মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) সেই নাটকেরই নতুন সংযোজন ‘টস-কাণ্ড’! রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত–পাক ম্যাচ শুরুর আগে ঘটল এমন এক অদ্ভুত ঘটনা, যা চোখ এড়িয়ে গেল সম্প্রচার সংস্থার, আইসিসির। কিন্তু সমাজমাধ্যমের নিশ্ছিদ্র প্রহরাকে ফাঁকি দিতে পারল কই?
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। মেয়েদের বিশ্বকাপের (Women’s World Cup 2025) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। যদিও ময়দানের উত্তাপের বাইরেও আলোচনার কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার সানা মীর (Sana Mir)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, যিনি ক’দিন আগেই ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) মন্তব্যে চরম বিতর্কে জড়িয়েছিলেন। তবু আজ, রবিবার, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত–পাক ম্যাচে তিনি রয়ে গেলেন কমেন্ট্রি প্যানেলে। নামল না কোনও শাস্তির খাঁড়া।
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির কারণে শনিবার পণ্ড হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। এদিন আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women’s ODI World Cup
দ্য ওয়াল ব্যুরো:প্রবল বৃষ্টির কারণে শনিবার পণ্ড হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। এদিন আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women’s ODI World Cup
দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের বিশ্বকাপের (Women’s World Cup 2025) গ্রুপ পর্বে আজ সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)! এক মাসে চতুর্থবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, মঞ্চ এবার কলম্বো (Colombo)। যদিও মাঠের উত্তাপ আর মাঠের বাইরের বিতর্কের চেয়েও বড় প্রশ্ন দানা বেঁধেছে আকাশে, ঘনিয়েছে সংশয়: বৃষ্টি কি ভেস্তে দিতে পারে এত সাধের মহারণ?