দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রামনাথপুরম জেলার এমনেশ্বরমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হল মাত্র আড়াই বছরের এক শিশুকন্যা। অভিযোগ, কাকা নিজেই ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুটির নাম লেমোরিয়া। তার বাবা-মা, দেশিংগু রাজা এবং ডেইজি, এমনেশ্বরম এলাকাতেই থাকেন।