দ্য ওয়াল ব্যুরো: নামের সামনে দাপট, রেকর্ডের পাহাড়, টানা জয়ের ছন্দ—সব মিলিয়ে এশিয়া কাপে সুপার ফোরে আজও ভারতের (India) ঝুলিতে ‘হট ফেভারিট’ তকমা। কিন্তু এই ট্যাগের বোঝাই মাঝেসাঝে বিপদ ডেকে আনে। কারণ প্রতিপক্ষ যখন বাংলাদেশ (Bangladesh), তখন ইতিহাস বলে দিচ্ছে—টাইগারদের ‘আন্ডারডগ’ তকমা একদিক দিয়ে যতটা ভাঁওতা, ঠিক ততটাই ভয়ঙ্কর। তালগোল পাকানো একটা সেশন, আচমকা ব্যাটিং ধস কিংবা এক ওভারে বিপুল রান খরচ টিম ইন্ডিয়াকে টেনে নিয়ে যেতে পারে অস্বস্তির গর্তে।