দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) বিশাখাপত্তনম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছে তিন উইকেটে হার ভারতের সেমিফাইনালের আশা ঘোলাটে করে দিল। ৩৩০ রানের শক্ত টার্গেট দিয়েও জেতা গেল না ম্যাচ। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) করলেন দুর্দান্ত ৮০, প্রতীকা রাওয়াল (Pratika Rawal) ৭৫, শেষ দিকে জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) আর রিচা ঘোষের (Richa Ghosh) ঝড়ো ইনিংসে স্কোর তিনশো পেরল। কিন্তু ইনিংসের শেষ সাত ওভারে ছ’উইকেট হারিয়ে ভারত থেমে গেল ৩৩০-এ। সেই সুযোগ কাজে লাগাল অস্ট্রেলিয়া—অ্যালিসা হিলির (Alyssa Healy) বিধ্বংসী ১৪২ রানের ইনিংসে সহজেই ছিনিয়ে নিল জয়।