দ্য ওয়াল ব্যুরো: অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সেটি গোপালপুর থেকে প্রায় ৯২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস। আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ২৮ অক্টোবর সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে।
সাইক্লোন ‘মান্থা’ ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
#REL