দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কালজয়ী ছবিগুলির মধ্যে একটি হল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি এই ছবিতে ছোট্ট অথচ মনে রাখার মতো একটি চরিত্রে দেখা গিয়েছিল মন্দিরা বেদীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, সেই সময় ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানের শুটিংয়ের সময় তাঁর নাচ দেখে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান তাঁকে সানি দেওলের সঙ্গে তুলনা করেছিলেন!