দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের অক্টোবর মাসে ইজরায়েল (Israel) খতম করেছিল হামাস (Hamas) প্রধান ইয়া সিনওয়ারকে। তারপরই এই পদের দায়িত্ব গিয়ে পড়ে তার ভাই মহম্মদ সিনওয়ারের (Mohammad Sinwar) ওপর। সূত্রের খবর ছিল, হামাসকে সেই থেকে মহম্মদই পরিচালনা করে। এবার তাকেও খতম করার দাবি করল ইজরায়েল। ইতিমধ্যে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেছেন, এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে সিনওয়ারের।