দ্য ওয়াল ব্যুরো: ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে নামা ঋষভ পন্থের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। আইপিএলের প্রথম ১৩ ম্যাচে মাত্র একবারই দেখা মিলেছিল তাঁর হাফসেঞ্চুরির, যা নিয়ে উড়েছিল নানা আলোচনা ও প্রশ্নচিহ্ন। এমন পরিস্থিতিতে লখনউ দল আইপিএলের আগেই তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার খবরও ছড়ায়। কিন্তু ঋষভ নিজেই সোশ্যাল মিডিয়ায় গোপনে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মাঠে গিয়ে ব্যাট হাতে জবাব দেন।