দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaligunj Byelection) জিতেছে তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু জেতার পরই সেখানে বোমাবাজি হয় এবং তার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছে শাসক শিবিরই। ইতিমধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, উনি বেছে বেছে দুঃখপ্রকাশ করেন।