দ্য ওয়াল ব্যুরো: 'একলা হয়ে দাঁড়িয়ে আছি… মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', শঙ্খ ঘোষ তাঁর মুখ দেখাতে চেয়েছিলেন, কিন্তু তা ঢেকে গিয়েছিল বিজ্ঞাপনে। রূপ আর গুণের মধ্যে সত্যিই কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তার আদল হল মানবীয় সর্বোত্তম গুণের অন্যতম। 'আদল' আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হল সুবিচার করা।