দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় ভাষা (National Language) কী? স্পেনে(Spain) গিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি (DMK MP Kanimozhi Karunanidhi )। সদর্পে তাঁর উত্তর ছিল 'ইউনিটি ইন ডাইভার্সিটি', অর্থাৎ বোঝাতে চেয়েছেন বিবিধের মাঝে মিলন মহান। সাংসদের জবাব শুনে আপ্লুত অনেকেই।