দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে শুরু হতে চলেছে ১৬তম জাতীয় জনগণনা। অফিশিয়াল নোটিফিকেশন আজই। রবিবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের জনগণনা কমিশনার-সহ একাধিক শীর্ষ আধিকারিক।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সোমবার অর্থাৎ ১৬ জুন সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। স্বাধীন ভারতের এই অষ্টম এবং দেশের মোট ১৬তম জনগণনা হবে আরও একাধিক কারণে ঐতিহাসিক। এই প্রথমবার, জনগণনার আওতায় আনা হবে জাতি অনুসারে তথ্য সংগ্রহের প্রক্রিয়াও।
#REL