দ্য ওয়াল ব্যুরো: একেই বর্ষার জলে বিপর্যস্ত জনজীবন, তার উপর রাজ্যের রাস্তা ঘাটের (Road) যা ছিরি তাতে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার সেই নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাস্তার হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ করুতে হবে রাজ্য সরকারকে (WB)।
বিচারপতি সেনের কড়া মন্তব্য, “জেলার রাস্তাগুলির অবস্থা অত্যন্ত করুণ। প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। এমন পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়াও সম্ভব নয়।”