দ্য ওয়াল ব্যুরো: সংবিধানে নাগরিকের বাক্ স্বাধীনতার কথা বলা আছে (Freedom of Speech) । তবে তা সীমাহীন নয়। সংবিধানের ১৯ (২) অনুচ্ছেদে (article 19 (2) in Indian Constitution) যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার (reasonable restrictions) কথাও বলা আছে। যার যা খুশি বলা বাক্ স্বাধীনতা নয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই কথা বলেছে। বেঞ্চের বক্তব্য, নাগরিক অধিকারের নামে যে কেউ সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করতে পারেন না। সরকার এবং পুলিশের কর্তব্য হল সমাজে বিভাজন সৃষ্টিকারী পোস্ট মুছে দেওয়া।