দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে বুধবার মহেশতলায় আক্রান্ত হয় পুলিশ। জখম আধিকারিক ও একাধিক কর্মী। ঘটনায় এপর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সন্ধেয় ওই এলাকা পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসক দলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যের সূত্র ধরে বিষয়টিকে আর না বাড়ানোর আবেদন জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।