দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার (USA) লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) ব্যস্ততম রাস্তায় ঘটল ভয়াবহ কাণ্ড। এক শিখ যুবককে (Sikh Man) গুলি করে হত্যা করল স্থানীয় পুলিশ। নিহতের নাম গুরপ্রীত সিং, বয়স ৩৬। ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই, ডাউনটাউনের ফিগুয়েরোয়া স্ট্রিট ও অলিম্পিক বুলেভার্ডের সংযোগস্থলে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (LAPD) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, গুরপ্রীত রাস্তার মাঝে দাঁড়িয়ে ‘গটকা’ নামের শিখ মার্শাল আর্ট প্রদর্শন করছিলেন। হাতে ছিল একটি বড় অস্ত্র, যা ভারতীয় মার্শাল আর্টে ব্যবহৃত দ্বিমুখী তলোয়ার।
#REL