দ্য ওয়াল ব্যুরো: ভিক্ষাবৃত্তির ছদ্মবেশ, কখনও বা খেলনা-বেলুন-বোতল পাল্টানোর অজুহাতে হাতসাফাই, সবই চোখের পলকে। সোনার গয়না থেকে নগদ টাকা, যা পায় তাই নিয়ে চম্পট। পুলিশ (Police) সূত্রে দাবি, এদের বেশিরভাগই মহিলা। কোলে শিশু, মুখে অসহায়ের সুর—সহানুভূতিই এদের ঢাল-তলোয়ার।
বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা—এই তিন রাজ্য থেকেই মূলত দল বেঁধে বাংলায় ঢোকে তারা। পুলিশি ভাষায় যাঁরা বিহার-হরিয়ানা থেকে আসে, তারা ‘বানজারা গ্যাং’ (Banjara Gang)। উত্তরপ্রদেশের দলকে বলা হয় ‘বদায়ুঁ গ্যাং’। শীতকালই যেন এদের ‘মরশুম’।
#REL