দ্য ওয়াল ব্যুরো: পরিবর্তন সভার মঞ্চ থেকে সরাসরি পুলিশকে মারধরের উস্কানি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Bangaon BJP MLA warns of beating up police)। শুধু তাই নয়, তৃণমূলকে উদ্দেশ করে 'বদলা ও বদলে'র হুঁশিয়ারিও ছুঁড়লেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন সভা’র আয়োজন করা হয়েছিল। সেখানেই সাধারণ মানুষকে উদ্দেশ্য করে স্বপনবাবুর ঘোষণা, “পুলিশ যদি তৃণমূলের হয়ে অন্যায় করে, গরিব মানুষের উপর চড়াও হয়, আপনারা একজোট হয়ে চ্যালাকাঠ দিয়ে পেটাবেন।”
#REL