দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফুটবলের জাদুকর লিওনেল মেসি (Messi in Kolkata) রাজ্যে আসবেন, আর তাঁর হাতে সন্দেশ পৌঁছবে না! এমনটা হয় কখনও! তাই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। রিষড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ফেলু মোদকের মেসি সন্দেশ শনিবার ভোরে পৌঁছে গেল ফুটবলের জাদুকরের কাছে।
ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য তৈরি করা হয় প্রায় সাড়ে চার কেজি ওজনের এক মহাসন্দেশ। উৎকৃষ্ট মানের ছানা-ক্ষীর-পেস্তা-কেশরসহ নানা উপাদানে ঠাসা। আর পুরোটাই নলেন গুড়ের তৈরি। সন্দেশের মেসির গায়েও নীল-সাদা আর্জেন্টিনার জার্সি।
#REL