শ্যামশ্রী দাশগুপ্ত
প্রয়োজন থাকলেও টাকার অভাবে অনেক কিছুই করা যাচ্ছে না গত কয়েকবছর ধরে। হাত বাড়ানোর জন্য ডাক দেওয়া হয়েছিল প্রাক্তনীদের। সেই ডাকে সাড়া দিয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ২০০২ ব্যাচের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্ররা এগিয়ে এলেন। ৪০ জন পড়ুয়ার দেওয়া ২০ লক্ষ ৫০ হাজার টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার জন্য কেনা হল বেশ কিছু দামি যন্ত্রাংশ। আগামীতে আরও বড় ড্রাইভ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন বলে জানালেন প্রাক্তনীরা।