দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্জন ম্লান হয়ে গিয়েছে বহু আগেই। ১৯৪২ সালে ব্রিটিশদের হাত ধরে পুরুলিয়ার ছররা (Purulia Charra) গড়ে ওঠা বিমান ঘাঁটির কেবলই স্মৃতি পড়ে ছিল।
প্রায় আট দশক পর সেই ইতিহাস নতুন রূপ পাচ্ছে। সাজানো-গোছানো বাণিজ্যিক বিমানবন্দর হয়ে (New Aairport) ফের আকাশপথে যুক্ত হবে জঙ্গলমহল (Jangalmahal) । রাজ্যের সপ্তম বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে ছররাকে গড়ে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।
#REL