রফিকুল জামাদার
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুনানি পর্বে যাঁদের ডাকা হবে, তাঁদের পরিচয় যাচাইয়ের জন্য কমিশনের গাইডলাইন অনুযায়ী ১১ ধরনের নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হবে। কমিশন (Election commission observer) ইতিমধ্যেই স্পষ্ট করেছে—এসব নথির যেকোনও একটি বৈধ হলেই তা গ্রহণযোগ্য হবে।