রফিকুল জামাদার
বিহারে SIR-এর সময়ে বেশ কিছু মজার ঘটনা ঘটেছিল। দেখা যায়, কোনও ভোটারের নাম ‘ডগ বাবু’ তো কারও নাম ‘স্যামসং’। বাংলায় ভোটার তালিকায় চলতি সংশোধন (SIR in West Bengal) পর্বে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে। এখনও পর্যন্ত তেমন কোনও বিকৃত কিছু পাওয়া যায়নি। তবে বিচিত্র ব্যাপার স্যাপার রয়েছে বিস্তর। শুক্রবার দ্য ওয়ালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তার কিছু নমুনা শোনালেন নির্বাচন কমিশনের স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত (Special Roll Observer Subrata Gupta)।