রফিকুল জামাদার
বাংলায় ভোটার তালিকায় সংশোধনের (SIR) জন্য এনুমারেশন ফর্ম (Enumeration form) সংগ্রহের কাজ শেষ হয়েছে। তার পর দেখা গিয়েছে, প্রায় ৫৯ লক্ষ ভোটারের (Voter) কোনও খোঁজ নেই। প্রকৃত সংখ্যা হল ৫৮, ১৭, ৮৫১। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছেন বা কোনওভাবে তাঁদের খোঁজ পাননি বিএলও-রা।
সম্পূর্ণ সাক্ষাৎকার দেখুন এই লিঙ্কে ক্লিক করে