দ্য ওয়াল ব্যুরো: ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) সি মুরুগান। তেড়ে গেলেন তৃণমূলের (TMC West Bengal) কর্মী-সমর্থকরা। ঝাঁটা হাতে প্রতিবাদ মহিলাদের।
মৃত ভোটারদের নাম কি রেখে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়? গত কয়েকদিন ধরেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আবার অনেক ভোটকেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা কোনও ভোটারের মৃত্যু না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই আবহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভায় ঢুঁ মারছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান।