দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে (Gita Path in Brigade) প্যাটিস বিক্রেতাকে মারধরের (Brigade's patties case) অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। সেই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষ্ণনগরের সভা থেকে স্পষ্ট বার্তা—বাংলায় আইন নিজের মতো কাজ করে, গা-জোয়ারির রাজনীতি নয়। ইতিমধ্যে ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
এদিনের সভা থেকে ওই প্রসঙ্গের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবকটাকে গ্রেফতার করেছি! এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”